মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে শিক্ষক শাহজাহান হাওলাদারের বাড়িতে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত আড়াই টার দিকে বসত ঘরের পিছনের কাঠের দরজা ভেঙে ডাকাতদল ঘরে প্রবেশ করে। ডাকাতরা নগদ অর্থ ও স্বর্নালংকারসহ ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে গৃহকর্তা শিক্ষক শাহজাহান মিয়া দাবী করেন। ওই সময় ডাকাতরা গৃহকর্তা শিক্ষক শাহজাহান (৬০) ও তার স্ত্রী রেহেনা বেগম (৫০) কে পিটিয়ে আহত করেন।
ডাকাতি হওয়া বাড়ীর গৃহকর্তা শিক্ষক শাহজাহান হালাদার জানান, শুক্রবার রাত অনুমান আড়াইটার দিকে তার বসত ঘরের পিছনের দরজা ভেঙ্গে মুখোশ পরিহিত ৫/৬ জন ডাকাত দলের সদস্য ঘরে প্রবেশ করে। ধাড়ালো অস্রের ভয় দেখিয়ে তাকে ও তার স্ত্রীকে বেঁধে ঘরের আলমিরা ভেঙ্গে তার মধ্যে থাকা প্রায় ১০ ভরি স্বর্নালংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায়। ওই সময় বাঁধা দিলে ডাকাতরা আমাকে ও স্ত্রীকে মারধোর করেন। ওই ঘটনায় মামলা দায়ের করা হবে বলে শিক্ষক শাহজাহান মিয়া নিশ্চিত করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান. ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।