মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি আমতলী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেল ৩ টায় ব্যাংকের হল রুমে আনুষ্ঠানিক ভাবে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র ২শ’ ২০জন শীতার্থ নারী পুরুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা শেষে কম্বল বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম হিরন (এফএভিপি)। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজার মো. মিল্লাত হোসেন, জুনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মো. শাহারুল তালুকদার, এইও অফিসার মো. মাহমুদুল খলিল, এইও অফিসার মো. মিরাজ মাহমুদ ক্যাশ সিনিয়র অফিসার মো. হাবিবুল্লাহ ও মো. মাহফুজ প্রমুখ। কম্বল পেয়ে আবেগ অপ্লুত হয়ে চাওড়া চলাভাঙ্গা গ্রামের শাহিদা বেগম বলেন, ‘কোম্বল পাইয়া মোরা ব্যামালা খুশি। এই শীতে পোলা মাইয়া লইয়া অনেক কষ্ট হরছি। এহন রাইতে কোম্বল গায় দিয়া শান্তিতে ঘুমাইতে পারমু। মোগো যারা কম্বল দিছে আল্লায় যেন হ্যাগো ব্যামালা ভালো রাহে।