লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি। জামালপুরের ইসলামপুরে নিখোঁজের পরদিন টিএন্ডটি অফিস সংলগ্ন বাইপাস সড়কের কার্লভার্টের নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ওই ব্যক্তির সমজউদ্দিন (৬০) উপজেলার পাথর্শী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকার তমেজ প্রধানের পুত্র।
মঙ্গলবার (২২এপ্রিল) সকালে পথচারীরা কার্লভার্টের নিচে পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত ওই ব্যক্তির কন্যা মারিয়া আক্তার মিম জানায়, গতকাল সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাইপাস সড়কে ইসলামপুর মর্ডান ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে থেরাপি দেওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়েছেন। রাতে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুজির পর সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে এসে দেখি বাবার লাশ।
এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।