লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর শহরের গাওকুড়া কৈবতপাড়া এলাকায় এই সভাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বাসন্তী রানী দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেযারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেস্টা এএসএম আব্দুল হালিম। তিনি জনগণ পছন্দ করেন না এমন কাজ থেকে বিরত সহ সকলকে আগামীর নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এতে জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাঙগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক হাতে আলী সাদা,পৌর যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শাহীন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী,সাখাওয়াত হোসেন সুজন প্রমূখ বক্তব্য রাখেন।