রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ১৩ মে সোমবার বিকালে পৌর শহরের কামারপট্টি এলাকায় এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা -উল- হুসনা।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়াম্যান পদ প্রার্থী নজরুল ইসলাম সাত্তারের (ঘোড়া) প্রতীক মার্কার নির্বাচনী প্রচারনায় ট্রাকে করে অতিরিক্ত সাইন্ড বক্স ও বাদ্যযন্ত্র নিয়ে নির্বাচনী প্রচারনা করার দায়ে উপজেলা আ’লীগ সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক মনিরুরজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) আসমা- উল- হুসনা জানান, উপজেলা পরিষদ (নির্বাচন আচারণ) বিধি মালা ২০১৬ এর লঙ্ঘণ করায় ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।