রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ৪ বারের সাবেক সফল চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ তালুকদারকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) কয়েক হাজার গাড়ী বহর নিয়ে দুপুরে নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে পৌছালে পরে বকশীগঞ্জ উপজেলার সর্স্তরের জনগণের ব্যানারে নাগরিক সংবর্ধানার আয়োজন করা হয় ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের ৪ বারের সাবেক সফল চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।আমেরিকান প্রবাসী ও জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিনের সভাপতিত্বে ও বকশীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু মোতালেবের সঞ্চালনায় নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখেন বগারচর ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব মোশারফ হোসেন,
কামালপুর ইউনিয়ন বিএনপি নেতা মোসাদ্দেকুর রহমান সবুজ, সাধুপাড়া ইউনিয়ন বিএনপির নেতা মনু গাজী, মেরুরচর ইউনিয়ন বিএনপির নেতা রঞ্জু মাস্টার, নিলক্ষিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মমতাজ , পৌর যুবদলের নেতা মোশাররফ হোসেনসহ আরো অনেকেই।
আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করা হয়। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তিনি উপজেলার দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।