এ আর পারভেজ
“র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জ থানা এলাকা হতে অস্ত্রধারী সন্ত্রাসী মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছে থাকা ১টি এলজি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ১৭ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন ৪নং আলাইয়ারপুর ইউপি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাম্মেল হোসেন রামপুর গ্রামের আবদুর রহমান দুলালের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীসহ অপরাপর আসামীরা অস্ত্রের মহড়া দেখিয়ে নিরীহ এলাকাবাসীর উপর জুলুম, নির্যাতন ও চাঁদাবাজী করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ধৃত আসামীসহ অপরাপর আসামীরা পরস্পর যোগসাজশে উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে বিভিন্ন দাঙ্গা-হাঙ্গামা সহ ধর্তব্য অপরাধ সংঘটনের জন্য তাদের হেফাজতে রেখেছে।
আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।