এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীর ঐতিহ্যবাহী টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবকদের পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জুন সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অভিভাবক ক্যাটাগরির নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোশাররফ হোসেন। অভিভাবক ক্যাটাগরির ৪ জন প্রতিনিধি পদে মোট ৭ জন অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র- ছাত্রীদের ৭ শত ২২ জন অভিভাবক ভোটার হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। এদের মধ্যে ৫ শত ৪০ জন অভিভাবক ভোটার বিদ্যালয়ের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রদান করেন। কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ভোট গননা করা হয়। ভোট গননা শেষে প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমি সুপার ভাইজার মোশাররফ হোসেন ফলাফল ঘোষণা করেন। এতে শফিকুল ইসলাম ৩ শত ৩৮ ভোট পেয়ে ১ম অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন। এছাড়া ৩ শত ৬ ভোট পেয়ে বজলুর রশিদ মাসুক দ্বিতীয়, ২ শত ৬০ ভোট পেয়ে আকরাম হোসেন তৃতীয় ও শফিউল্লাহ ২ শত ৫৫ ভোট পেয়ে চতুর্থ অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহমেদ, তাতিহাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল, বালিজুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইয়েবুল ইসলাম, টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু রায়হান ( অবসরপ্রাপ্ত ), রাণীশিমূল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা বৃন্দ।