এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন ” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরোম সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজের সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, সমবায় কর্মকর্তা নুরুজ্জামান খান, প্রভাষক আবুল কালাম আজাদ, সাংবাদিক শফিউল আলম প্রমুখ। এসময় বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।