এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যরা। বৃহস্প্রতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রামে উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের আয়োজনে ট্রাইবাল অফিস কক্ষে সংবাদ সম্মেলন করেন। পরে অফিস চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুস্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন এসোসিয়েশনের চেয়ারম্যান সুশীল নকরেক, সম্পাদক শোভন দালবত, সাংগঠনিক সম্পাদক পাপিয়া রিছিল, আদিবাসী নেত্রী কল্যানী মৃ সহ অনেকেই।
বক্তারা বলেন, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ তুলে গত ২০অক্টোবর একটি মানববন্ধন করে। মূলত বাবেলাকোনা এলাকার বিচিত্র মৃ ও বিশ্বনাথ মৃ আপন দুই ভাই। তাদের নিজ থেকে সৃষ্টি করা সমস্যাকে সাম্প্রদায়িক হামলা বলে মিথ্যা অপপ্রচার করে ব্যাক্তিগত ঘটনাকে সাম্প্রদায়িক ঘটনার রূপ দিয়ে হীন উদ্দেশ্য সাধনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বিশ্বনাথ মৃ এবং তার সহযোগীরা। এ অসাধু ব্যাক্তিরা ক্ষুদ্র নৃ গোষ্ঠীর গারো সম্প্রদায়ের লোকদের ব্যবহার করে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাত সৃষ্টি করে এলাকায়, সমাজে এবং রাষ্ট্রের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসময় উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের সদস্য সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যরা উপস্থিত ছিলেন।