জাগো নারায়ণগঞ্জ :
এতো কম টাকায় কি ওসির মান সম্মান থাকে ?’ এভাবেই জিডির সাথে টাকা আটকানো কাগজ হাতে নিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনায়েত হোসেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। জিডি করার জন্য অর্থ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বিপাকে পরে ওসি এনায়েত। ভিডিওতে বয়স্ক একজন ব্যক্তিকে ওসি এনায়েত বলতে থাকেন জিডি করতে আবেদনের সাথে টাকা দেয়ার পর ওসিকে বলতে শোনা যায় উল্লেখিত মন্তব্য ।
শুক্রবার (১৮ এপ্রিল)অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ ২৪.কমে একটি ৬ সেকেন্ডের ভিডিও আপ দিলে মুর্হুতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তার সামনের ২ চেয়ারে ২ জন লোক বসে আছেন। দুইজন লোকের সামনেই আবেদন পত্রের সাথে টাকাটি দেন এক ব্যক্তি। তবে এটি কবের ভিডিও নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়,খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন কে উদ্দেশ্য করে ওসি এনায়েত হোসেন উপরোক্ত মন্তব্য করেন।
জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওতে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সাথে ওসির কথোপকথনের ওই ভিডিও কেউ একজন ধারণ করেন। কোন একটি বিষয়ে জিডি করতে গেলে বেলায়েত ও ওসি এনায়েতের ওই কথা বলতে শোনা যায়।
এই সময় কাগজপত্রের ফাইলে টাকাসহ দিলে ওসি সেটি দেখিয়ে বলতে থাকেন ‘এত কম টাকা কি দিলে মান সম্মান থাকে ?’
এমন ঘটনার বিষয়ে বেলায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, ঘটনাটি আমার মনে নাই বলে ফোন কেটে দিয়ে ব্যাপক তদ্বির শুরু করেছেন ঘটনা ধামাচাপা দিতে।
আড়াইহাজার থানায় ওসি এনায়েত হোসেন অস্থির অবস্থায় ফোনে ব্যস্ত রয়েছেন বলেও জানিয়েছে থানার একটি সূত্র।
আজ ভিডিওটি ভাইরাল হওয়ার পর নারায়ণগঞ্জের সর্বত্র সমালোচনার ঝড় বইতে শুরু করছে। তাছাড়া ওসির বিরুদ্ধে নানা অভিযোগে সম্প্রতি অসংখ্য আবেদন উর্ধবতন কর্তৃপক্ষের দপ্তরের জমা পড়েছে। আইনশৃংখলার অবণতির কারণে প্রায় প্রতিদিনই ডাকাতি হচ্ছে । জনগণ রাত জেগে পাহারা দিয়েও ডাকাতের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না । এই নিয়ে ওসির বিরুদ্ধে জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল।
এসপি রয়েছেন নীরব দর্শকের ভূমিকায়।