এ আর পারভেজ
দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ও স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা তাতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল এবং ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা হাসান ইমাম সম্রাটের নেতৃত্বে শুক্রবার (২৫ই এপ্রিল) বিকেলে ফতুল্লার বুড়ির দোকান এলাকা থেকে মিছিল শুরু হয়ে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের শিবুমার্কেট,জেলা পরিষদ হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’, ‘আওয়ামী লীগের আস্তানা বাংলাদেশে রাখবো না’—সহ বিভিন্ন স্লোগান দেন।
পরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন : বিগত খুনি সরকার দেশের বাইরে বসে এই দেশের শান্তিপ্রিয় মানুষের জানমালের ক্ষতির ষড়যন্ত্র করছে। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে আছি এবং থাকবো।যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, তাদের বিরুদ্ধে আমরা রাজপথে প্রতিরোধ গড়ে তুলবো। কেউ যদি জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমরা ঘরে বসে থাকবো না। তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিটি এলাকায় প্রতিরোধ গড়ে তুলবো।
তিনি আরও বলেন: সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার খুঁনী শেখ হাসিনার দোসররা এখনও পালিয়ে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের গ্রেফতার করতে হবে।
খুঁনী হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টায় নিয়োজিত ছিল। এই কাজ করতে গিয়ে সে চুরি করেছে, মানুষ খুন করেছে। দেশের গণতন্ত্র হত্যা করেছে।গনহত্যার দায়ে স্বৈরাচার খুঁনী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বলে মন্তব্য করে ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা হাসান ইমাম সম্রাট বিলেন: নতুন রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশে গণতন্ত্র থাকে না।সরকার গঠন যত দেরি হবে, তত ষড়যন্ত্র ডালপালা মেলবে।যেখানেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করবে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। কোনো সন্ত্রাসীর জায়গা নারায়নগঞ্জে হবে না।দীর্ঘ ১৭ বছর এই সন্ত্রাসীরা জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। নতুন বাংলাদেশে সন্ত্রাসীদের আর সেই সুযোগ দেয়া হবে না।
এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও অংশ নেন ফতুল্লা ইউনিয়ন বিএনপি থানা ও ওয়ার্ড সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।