ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার ৬ নং ওয়ার্ড বুড়ির দোকান এলাকায় এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে আব্দুর রশিদ এর বিরুদ্ধে। রাস্তা বন্ধ করায় চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে স্থানীয় এলাকাবাসী।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সরজমিনে গিয়ে দেখা যায়, নতুন নির্মাণাধীন ভবনের কলম ঢালাইয়ের মালামাল রাস্তা বন্ধ করে তৈরি করছেন নির্মাণাধীন ভবনের লেবাররা।
এ বিষয়ে নির্মাণাধীন ভবনের কন্ট্রাকটার শাহাবুদ্দিনের সাথে কথা বললে তিনি বলে,নির্মাণাধীন ভববের মালিক আব্দুর রশিদের নির্দেশনায় তারা রাস্তা বন্ধ করে কাজ করছেন। স্থানীয় এলাকাবাসী এ বিষয়ে বাধা দিলে তা বাধা উপেক্ষা করে কাজ চলমান রেখেছে।
এই দিকে গোপন সংবাদের ভিওিতে জানা যায়,স্থানীয় এক মাদক ব্যাবসায়ী গুগু সোহেল এর ছত্রছায়ায় আব্দুর রশিদ কাউকে পরোয়া করছে না। মাদক ব্যাবসায়ী গুগু সোহেলের প্রভাব দেখিয়ে নিজের ইচ্ছে মত রাস্তা বন্ধ করে নির্মাণাধীন ভবনের কাজ করছেন।
অন্যদিকে স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,গুগু সোহেল একজন শীর্ষ মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারেনা। তিনি রাতের আধারে মানুষকে হুমকি দেন তার বিরুদ্ধে কেউ গেলে তার পরিনাম খুব ভয়াবহ হবে। আর তার ইন্দনেই আব্দুর রশিদ রাস্তা বন্ধ করে কাজ করছে। এতে করে আমাদের চলাচলের অনেক কষ্ট হচ্ছে। অনেকটা দূরের বিকল্প রাস্তা ব্যাবহার করতে হচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।