ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার মাসদাইরের যুবদল নেতা আনোয়ার হোসেন আনু হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ
গত ২৭ আগষ্ট শহরের মাসদাইর এলাকায় যুবদল নেতা আনোয়ার হোসেন আনু হত্যা মামলায় পিবিআই মাধ্যমে৭ অক্টোবর গ্রেফতার হয়ে দীর্ঘ ৬২ দিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাসেল মাহমুদ।
৮ জানুয়ারী উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নারায়ণগঞ্জ আদালতে বৃহস্পতিবার ৯ জানুয়ারি সকাল থেকেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলগেইটে অপেক্ষা করতে থাকে তাদের প্রিয় নেতার জন্য।
দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ জেলখানা থেকে বের হলে দলীয় নেতাকর্মী, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের ভালবাসা ও ফুলের শুভেচ্ছায় সিক্ত হন রাসেল মাহমুদ।
এ সময় রাসেল মাহমুদ বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আমার রাজনৈতিক প্রতিপক্ষ একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে ষড়যন্ত্র মুলক ভাবে রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আমার নামে মিথ্যা মামলা দিয়েছে।
দেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, মহামান্য বিজ্ঞ আদালত আমাকে জামিন মঞ্জুর করেছেন। আমি আশা নয় বিশ্বাস করি আদালত থেকে ন্যায় বিচার পেয়ে এই মিথ্যা থেকে খালাস পাবো।