ষ্টাফ রির্পোটার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় সোনার বাংলা সংসদ ক্লাব মাঠে সহযাত্রী ঐক্য কল্যাণ পরিষদ আয়োজিত ব্যপক জাকজমক ও উদ্দীপনার মাধ্যমে প্রথমবর্ষ রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট-২০২৪ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮ টার সময় খেলার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মনোয়ার হোসেন হীরা, মোঃ মোস্তফা হাসান শাহীন, মোঃ মিলন প্রধান, মোঃ সোরহাব হোসেন ভুইয়া, মোঃ আশফাক উদ্দিন আসিফ, মোঃ শহিদুল ইসলাম নিশাদ, মোঃ তরিকুল ইসলাম, মোঃ ইমরান খাঁন,মোঃ মুজাহিদুল ইসলাম সজিব, মোঃ রাশেদুল হাসান আবীর, মোঃ ফুয়াদ হোসেন সুমন, সহযাত্রী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসনের কারনে বিএনপির নেতা কর্মীরা খেলাধুলার আয়োজন তো দুরের কথা বাড়িতে থাকতে পারতোনা।
আমাদের নেতা জেলা বিএনপি সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন এর নির্দেশ মাদক,সন্ত্রাস ছেড়ে খেলাধুলা বেশী করে আয়োজন করতে হবে। তাই আজকে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বিপুল পরিমান দর্শক আজ উপস্থিত হয়েছে। এতে প্রমান হয় তারা খেলাধুলা পছন্দ করে। তাই আগামীতে বেশী করে খেলাধুলার আয়োজন করা হবে।