ষ্টাফ রিপোর্টার:
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি,আইন শৃংখলা পরিস্থিতির অবনতি,দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মহা সমাবেশে যোগদান করেছে নজরুল ইসলাম পান্না মোল্লার নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় শহরের মিশনপাড়া এলাকার বিএনপি মহা সমাবেশে যোগদান করে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পান্না মোল্লার নেতৃত্বে প্রায় সহস্রাধিক নেতাকর্মীরা যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক একরামুল করিম মামুন,ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলাউদ্দিন বারী,ফতুল্লা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাদিম হাসান মিঠু,ফতুল্লা থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রাশেদ মিল্কী,বক্তাবলী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আলী মাহমুদ মেম্বার, বায়েজীদ হাসান,মুকুল আহম্মেদ,মোঃ রাজিব,জিয়া পরিষদ ফতুল্লা থানা সাবেক সভাপতি মোঃ দুলাল হোসেন,বিএনপি নেতা মোঃ মাসুম ভূইয়া,আহম্মেদ গাজী মুসা,মোঃ আব্দুল মান্নান, আব্দুল লতিফ তুষার,হালিম মুসা,ডি এম লিটন,আব্বাসউদ্দিন চুন্নু, আবুল কালাম,মোঃ নাজমুল ইসলাম, মোঃ মিলন,মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
বক্তব্যে নজরুল ইসলাম পান্না মোল্লা বলেন,বাংলার মানুষ আর শেখ হাসিনার মতো দুঃশাসন ও স্বেরাচার চায়না। তারা অবিলম্বে নির্বাচন চায়। আগামীতে সুন্দর ও উন্নয়নমুলক রাষ্ট্র চায় জনগন। এ জন্য প্রয়োজন তারুণ্যের অহংকার কর্মী বান্ধব নেতা তারেক জিয়া কে। এখনো আওয়ামী লীগের দোসররা দেশকে অশান্ত করতে দেশে আইন শৃঙ্খলার অবনতি পরিকল্পিত করা হচ্ছে। সরকারকে কঠোর হাতে নানান অপকর্ম রোধ করতে সরকারের প্রতি আহবান জানান।