ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার পঞ্চবটী বনশ্রী মোড় এলাকায় ১২ বছরের এক কিশোরীকে একাধিকবার ধর্ষনের অভিযোগে হাবিব নামে এক যুবককে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এঘটনায় উক্ত কিশোরীর বাবা রানীদিঘী ঠাকুরগাঁও বর্তমানে বনশ্রী মোড় এলাকার বাসিন্দা শ্রী প্রদীপ কুমার রায় শাসনগাও এলাকার আলআমিনের ভাড়াটিয়া আবদুল কাইয়ুমের ছেলে হাবিবকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা দায়ের করা হয়েছে যার নং ( ১) ১/১/২৫ইং।
মামলার এজাহারে কিশোরীর পিতা শ্রী প্রদীপ কুমার রায় উল্লেখ করেন যে, আমার ১ম বর্তমান স্ত্রী ও ১ম স্ত্রীর কন্যা সন্তান বনশ্রী মোড় এলাকায় একই বাড়িতে আমরা উভয়েই বসবাস করতাম। আমি বিসিকের একটি গার্মেন্টর এ সিকিউরিটি গার্ডের ও আমার স্ত্রী একটি গার্মেন্টস এ চাকুরী করে। আমার ১ম স্ত্রী কন্যা মিতালী ( ছদ্মনাম ) ৬ষ্ট শ্রেনী পর্যন্ত লেখাপড়া কওে তা বন্ধ করে দেয়। আমরা স্বপরিবারে আলআমিন বাড়ির ভাড়াটিয়া হওয়ার সুবাদে আমি ও আমার স্ত্রী যার যার কর্মস্থলে থাকার সুবাদে আমার মেয়েকে বাসার একা পেয়ে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে আমার মেয়ের সাথে শারীরিক সর্ম্পকের প্রস্তাব দিতো। এতে রাজি না হওয়ার আমার মেয়েকে ভয়ভীতি প্রদান করতো। প্রায় ৩ মাস পুর্বে আমার মেয়েকে বিবাদীর বর্তমান ঠিকানায় একাধিকবার আমার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সর্ম্পক করে। সর্বশেষ গত ২৭ নভেম্বর বিকেল ৩টায় আলআমিনের টিন শেডের বাড়ির পুর্ব পাশে বিবাদীর ভাড়াটিয়া কক্ষে আমার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে। বিষয়টি কাউকে জানানো হলে আমার মেয়েসহ পরিবারের সবাইকে বড় ধরনের ক্ষতি করবে বলে ভয়ে কেউকে বলেনি আমার মেয়ে। গত ১লা ডিসেম্বর আমি উক্ত বাড়ি ছেড়ে অন্যত্র চলে আসলে বিবাদী বিভিন্ন সময়ে আমার মেয়েকে ফুসলিয়ে তার সাথে শারীরিক সর্ম্পকের চেষ্টা চালায়।
এ ঘটনায় ধর্ষক হাবিব ১৬৪ ধারায় জবানবন্দিতে ধর্ষনের কথা স্বীকার করেছে বলে জানান থানা পুলিশ।