নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে অঞ্জু বেগম (২৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লার ফজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অঞ্জু বেগম ওই এলাকায় জসিম উদ্দিনের মেয়ে। অভিযুক্ত স্বামী কবির হোসেনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়ার সৃষ্টি হত। যা নিয়ে কয়েকবার সালিশি বৈঠক হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের দুজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হলে একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, আজ শুক্রবার ভোরের কোনো একসময় হয়ত অঞ্জু বেগমকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী।