ষ্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধ ৭১ এর প্রজন্ম দল বক্তাবলী ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর রনি বলেছেন, সকল প্রকার ধান্দাবাজি থেকে বিরত থাকুন। আর অনুপ্রবেশকারীদেরকে সুযোগ দেওয়া যাবে না।
আপনারা বিভিন্ন আত্মীয়–স্বজন মনে করে আওয়ামী লীগের কোন নেতাকর্মীদেরকে শেল্টার দিবেন না । আজকে থেকে আমি বলে দিতে চাই আপনারা সবাই সাবধান হয়ে যান। কোন আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া যাবে না। তাদেরকে দলে ঠাই দিবেন না।ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো জনসাধারণের তুলে ধরার লক্ষ্যে প্রজন্ম দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। তিনি বলেন, আত্মীয়–স্বজন বলে মাফ করে দিলাম তা হবে না। আপনার আত্মীয় আজকে সুন্দর কথা বলছেন, আর গত কয়েকদিন আগেও তো আপনার আত্মীয় আমাদেরকে চিনে নাই। আপনাকে তো ভালোমতো চিনে নাই। এইসব অনুপ্রবেশকারীদেরকে নিয়ে আত্মীয়তার ব্যাখ্যা বাদ দেন। যারা বাদ দিবেন না তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমি বলতে চাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার বাইরে যদি কেউ যান তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিকভাবে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শনিবার (৩ মে) সন্ধ্যায় বক্তাবলীর রাধানগরে মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক বিপ্লব চৌধুরী, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক মোঃ মোশাররফ হোসেন, এনায়েতনগর ইউনিয়নের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন বাপ্পি,জয়েন্ট সেক্রেটারি সাইদুল ইসলাম, ৬নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক মোঃ জামান,বক্তাবলী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদ প্রমুখ।
পরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া ও জাকির খানের দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।