ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে শ্রমিকদল নেতা মোঃ জয়নাল আবেদীন রানার মার্কেট দখল করে নিয়েছে চিহ্নিত ভূমিদস্যু ও চাঁদাবাজ শাহ আলী ও তার সহযোগীরা।
এ ব্যাপারে মার্কেট মালিক-মৃত আশেক আলী মাতবর এর পুত্র জয়নাল আবেদীন রানা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসআই রবিউল ইসলামকে অভিযোগের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদী শাহ আলী পিতা-মৃত ওয়াজ উদ্দিন, সাং পূর্ব গোপাল নগর থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত নামা ১০/১২ জন ফতুল্লা থানাধীন ১৭২ নং চর বক্তাবলী মৌজাস্থিত সিএস খতিয়ান ৮৬৯ এস এ খতিয়ান ৭৯৭ সিএস দাগ নং ২৩৯৭ এস এ দাগ ২৪৪০ জমির পরিমান ৩৯ শতাংশ জমি আমি পৈত্রিক সূত্রে মালিক হইয়া ৫০ বৎসর ধরিয়া ভোগ দখলে নিয়োজিত আছি। উক্ত জমি জনৈক আলীম শেখ এর নিকট ভাড়া দেই। ইং ০৫/০৮/২০২৪ তারিখ আলীম শেখ আমার সম্পত্তি বুঝাইয়া দিয়া চলিয়া যায়। আমি ব্যবসা বানিজ্যে নিয়া ঢাকা / গাজীপুর এলাকায় ব্যস্ত থাকায় উক্ত বিবাদী সহ অজ্ঞাত নামা ১০/১২ জন ইং ০৮/০৮/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় আমার অজ্ঞাত সারে বর্ণিত জোর পূর্বক বে-আইনি ভাবে দলবদ্ধ হইয়া হাতে লাঠী, সোডা, লোহার রড, রামদা, চাকু ছোরা সহ মারাত্মক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া আমার বর্ণিত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করিয়া জমিতে থাকা ০৩টি দোকান ভাংচুর করিয়া অনুমান ১৮/১৯ লক্ষ টাকার মালামাল লুট করিয়া নিয়া যায়। এরপর বিবাদীরা আমার জমিতে থাকা মূল্যবান ১৬/১৭ টি বিভিন্ন প্রজাতির গাছ কাটিয়া অনুমান ১,২০,০০০/-(এক লক্ষ নিশ হাজার) টাকা ক্ষতি সাধন করতঃ আংশিক জমিতে ছাদ দিয়া পাকা ঘর নির্মান করে। সংবাদ পাইয়া ইং ২৮/১১/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় আমি সহ বশির আহম্মেদ, আওলাদ হোসেন ও হাবিবুর রহমান দের নিয়া উপরোক্ত সম্পত্তিতে গেলে উক্ত বিবাদী সকলের সামনে হুমকি দেয় যে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা না দিলে আমাকে আমার সম্পত্তির মধ্যে প্রবেশ করিতে দিবে না। আমি চাঁদা দিতে অস্বীকার করিলে সে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। আমি আমার সম্পত্তিতে কোন কাজ করাতে গেলে উক বিবাদী আমাকে খুন জখম করিতে পারে। বিবাদীর হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।
উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন জয়নাল আবেদীন রানা।