ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় খালাস পাওয়ায় আনন্দ উচ্ছ্বাস প্রকাশ ও রান্না করা খিচুড়ি বিতরন করেছে নেতাকর্মীরা।
বুধবার ( ৮ জানুয়ারি) বাদ মাগরিব বক্তাবলী বাজারে ইদ্রিস আলীর প্রধান ও মাসুম প্রধানের নেতৃত্বে জাকির খানের সমর্থকরা খিচুড়ি বিতরণ ও শোকরানা দোয়া আয়োজন করেছে।
এ সময় ইদ্রিস আলী প্রধান বলেন, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, কর্মীবান্ধব, গরিব মানুষের অহংকার জাকির খান ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলা হতে খালাস পাওয়ায় আমরা আনন্দিত উচ্ছ্বাসিত।
গডশামীম ওসমান প্ররোচনায় তৈমুর আলম খন্দকার আমাদের নেতা জাকির খানের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক মামলা দায়ের করে কারাবন্দি করে রেখেছিল।
আল্লাহর অশেষ রহমতে জাকির খান মুক্তি পেয়েছে। আমরা আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করছি।
এ সময় উপস্থিত ছিলেন, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ রনি, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি এজাজ চৌধুরী, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন ,ফতুল্লা থানা শ্রমিক দল নেতা মোঃ মঞ্জু, মোঃ মশিউর রহমান মশু, মাসুম প্রধান,ইরান প্রধান, কামরুল প্রধান,ফরহাদ প্রধান,মোঃ রিপন হোসেন প্রমুখ।