ষ্টাফ রির্পোটার
গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে পতন ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দমন নিপিড়ন করায় একাধিক হত্যা মামলার আসামি আওলাদ হোসেন কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ
মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮ ঘটিকার সময় সচেতন এলাকাবাসী আওলাদ হোসেন কে আটক করে উত্তম মধ্যম দিয়ে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে বলে জানা গেছে।
এসআই সাইফুল ইসলাম আওলাদ হোসেন কে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি মুঠোফোনে বলেন,বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে হত্যা মামলায় এজাহার ভূক্ত আসামী আওলাদ হোসেন। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন মামলা নং- ১৮(১২)২৪,২৪(১১)২৪ সহ জাকির হোসেন এবং অন্তু হত্যা মামলার আসামিও।তবে সেসব মামলায় জামিনে রয়েছে বলে জানা গেছে।