ষ্টাফ রিপোর্টার:
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) রাত ৮ টায় মুসলিম নগর বায়তুল আমান সরকারি শিশু পরিবার (এতিমখানায়) কম্বল ও কমলা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ জাহিদ হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর সাদিক চৌধুরী,জেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান সরদার,এতিমখানার উপ তত্ত্বাবধায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন,সহকারী তত্ত্বাধায়ক সেলিনা খাতুন,এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, ইউপি মেম্বার মোঃ কামরুল ইসলাম, ইউপি মেম্বার আতাউর রহমান প্রধান, ইউপি মেম্বার মোঃ আব্দুল জলিল,ইউপি মেম্বার শাহজাহান,ইউপি মেম্বার মোঃ সালাউদ্দিন, ইউপি মেম্বার মোঃ নেসারউদ্দিন,ইউপি মেম্বার মোঃ ইসলাম,ইউপি মেম্বার ফারহানা,ইউপি মেম্বার সখিনা আক্তার প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,এতিম সন্তান যারা আছে তাদের ভালো ভাবে গড়ে তোলা না হলে তারা সমাজে টিকবেনা। এতিমরা ঠিক মতো পড়া লেখা করছেনা কিনা সেটাও দেখবো।
পরে ধর্মগঞ্জ পাকাপুল মুহিউস সুন্নাহ জামিয়া সিদ্দিকা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ ও মাদ্রাসায় ২ টন চাল প্রদান করেন জেলা প্রশাসক সহ অতিথি বৃন্দ।