ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া ( শিবু মার্কেট) এলাকা হতে ৭ বছরের শিশু মুস্তাকিন নিখোঁজ হওয়ার ৯ দিন অতিবাহিত হলেও আজোঁ পর্যন্ত হদিস পায়নি স্বজনরা।
এ ব্যাপারে নিখোঁজের পিতা মোঃ হাশেম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসআই সঞ্জিত হাওলাদার কে তদন্ত করার দায়িত্ব প্রধান করা হয়েছে।
শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া দরগাবাড়ী মসজিদ সংলগ্ন রিপন এর বাড়ীর ভাড়াটিয়া মোঃ মফি মিয়ার পুত্র মোঃ হাশেম অভিযোগে উল্লেখ করেন, আমার ছেলে মোঃ মুস্তাকিন (৭) সে বাসায় থাকে। আমি মেরিজ কোম্পানিতে ভ্যান চালাইয়া জীবিকা নির্বাহ করি। আমার স্ত্রী সুমি সে মাঝে মধ্য কাজে ব্যস্ত থাকিলে আমার ছেলে সেই সুযোগে ঘরের বাইরে বের হইয়া এলাকার বাচ্চাদের সহিত খেলাধুলা করিত।
০৫/০১/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় আমার ছেলে মোঃ মুস্তাকিন আমার বর্তমান ঠিকানার ভাড়াটিয়া বাসার সামনে এলাকার বাচ্চাদের সহিত খেলাধুলা করতে বের হয়। এরপর হইতে আমার ছেলে আর বাসায় ফিরে আসে নাই। তাহাকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করিতে থাকি। ০৬/০১/২০২৫ তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় অজ্ঞাত একটি নাম্বার ০১৭০৮৩২৩৮@@ হইতে ফোন দিয়া বলে যে আমার কোন ছেলে হারানো গিয়াছে কিনা? আমি আমার ছেলের কথা জিজ্ঞাস করিলে আমাকে একই তারিখ বিকাল ০৪.০০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকায় দেখা করতে বলে। আমি একই তারিখ বিকাল ০৪.০০ ঘটিকার সময় উক্ত অজ্ঞাত ব্যক্তি মোবাইলে ফোন দিলে নাম্বারটি বন্ধ পাই।
আমার ধারনা উক্ত ব্যক্তি কোন কিছু আদায়ের লক্ষে আমার বাচ্চাকে তার হেফাজতে রাখিয়া আমাকে বারবার ফোন দিতেছে।
উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন মোঃ হাশেম