ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন বিএনপি সহ সভাপতি, নারায়ণগঞ্জ থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, আলীরটেক ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আলীরটেক ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জামাল সরদার বলেছেন,বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে কাজ করতে হবে। দলের ভিতর বিভাজন সৃষ্টি হলে দল ক্ষতিগ্রস্ত হবে।
এখনো এখনো পাঁচই আগস্টের পরাজিত শক্তি আওয়ামী লীগ ও তার সহযোগী রাজনৈতিক দোসররা দেশের দ্বিতীয় বারের মতো অর্জিত স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে এখনো মাঠে তৎপর রয়েছে।
কাজে আওয়ামী লীগের ও তার সহযোগী রাজনৈতিক দলের কোন নেতাকর্মীকে বিএনপির ভিতর আশ্রয়- প্রশ্যয় দেওয়া যাবে না।
কারণ এরা দলের ভিতর প্রবেশ করে বিএনপি’র নাম ব্যবহার করে আবারো ৫ ই আগস্টের পরাজিত শক্তিকে ক্ষমতায় বসাতে ষড়যন্ত্র করবে। যার দায়ভার বিএনপির উপরে এসে পড়বে।
বিএনপি নেতা মোঃ জামাল হোসেন সরদার আরো বলেন, আগামী নির্বাচন বিএনপি’র জন্য কঠিন হয়ে যাবে, যদি আমরা জনগণের সমর্থন ও ভালোবাসা পেতে ব্যর্থ হই।
কাজে পদ পদবির লোভে না থেকে সাধারণ মানুষের দুঃখ কষ্টের সঙ্গী হয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের অর্থনৈতিক, শিক্ষাব্যবস্থা,ব্যবসা বানিজ্য সহ আইন-প্রয়োগকারী সংস্থার কমান্ড ভেঙ্গে দিয়েছে।
যা সহজে এর ক্ষতি পূরনীয় নয়। ৫ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে সকল ছাত্র-জনতা কে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে।
আগামীতে বিএনপি সরকারের বিকল্প নেই। তাই বর্তমান অন্তর্বতী সরকারকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে আমাদের সহযোগিতা করতে হবে।
আমি আবারও দৃঢ় ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের সুযোগ সন্ধানীরা চাইবে বিএনপি’র মাঝে বিরোধ সৃষ্টি করে এর ফায়দা নিতে। বিএনপি, ছাত্রদল, যুবদল, মৎস্যজীবী দল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারো পাতানো ফাঁদে পা না দিয়ে দলের যেন বিভেদ সৃষ্টি না করা হয়।