ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইর এলাকার বিএনপি নামধারী ক্যাডার হাসান ভূইয়াকে নিয়ে ইসদাইর ও আশপাশের এলাকায় তীব্র আতংক বিরাজ করছে।
যখন যে দল ক্ষমতায় থাকে সে দলের সুযোগ সন্ধানী নেতাদের সাথে মিলে নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ে হাসান ভূইয়া।
ইসদাইর এলাকার মৃর্তিমান আতংক হিসেবে পরিণত হয়েছে হাসান ভূইয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী জানান, হাসান ভূঁইয়া গত আওয়ামী লীগ সরকারের আমলে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের একনিষ্ঠ সহচর ও জমির সকল কাগজপত্র দেখভাল করতো জাহাঙ্গীর ওরফে ভূইট্রা জাহাঙ্গীর ও গাবতলী এলাকার যুবলীগ নেতা, নানান অপকর্মের হোতা ফুটবলার মনিরের সাথে মিলেমিশে নানান অপকর্ম করে বেড়াতো।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারিনী শেখ হাসিনা সরকারের পতন হলে ভোল পাল্টে নিজেকে বিএনপির বড় নেতা জাহির করতে উঠে পড়ে লাগে।
বর্তমানে হাসান ভূইয়া ইসদাইর ও আশেপাশের এলাকা গার্মেন্টস ও শিল্প প্রতিষ্ঠানের ঝুট ও ওয়েষ্টেজ মালামাল দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে।
এজন্য একটি সঙ্গবদ্ধ কিশোর গ্যাং গঠন করে এলাকায় নানান ভাবে মহড়া দিচ্ছে হাসান ভূঁইয়া।
গত আওয়ামী লীগ সরকারের আমলে শাহ নিজাম, ফুটবলার মনির ও ভুট্টা জাহাঙ্গীরের সাথে আতাত করে ভূমিদস্যুতা সহ নানান অপকর্মে মেতেছিল। বর্তমানে বিএনপি’র কিছু নেতাকে ম্যানেজ করে তার ক্ষমতার প্রভাব বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে।
স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর মনে প্রশ্ন দেখা দিয়েছে হাসান ভূইয়া তুমি কার আওয়ামী লীগ না বিএনপির।