ষ্টাফ রিপোর্টার:
অরাজনৈতিক সংগঠন হিলফুল ফুজুল নুরে তাল্লাজি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার ( ২৯ মার্চ ) বিকেলে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঈদ সামগ্রী বিতরন করা হয়।
হিলফুল ফুজুল নুরে তাল্লাজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিলানী ফকিরের আয়োজনে ও সভাপতি হাজী জাহাঙ্গীর প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড.এসএম মাহমুদুল হক আলমগীর।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারন সম্পাদক হাজী মো.আক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো.আরিফ,ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রধান মাষ্টার, প্রচার সম্পাদক মোক্তার হোসেন,পরিচালক মুফতি কাউসার আহম্মেদ কাশেমী,উপদেষ্টা হাফেজ মাওলানা জাকারিয়া হোসেন, খন্দকার মো.আওলাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।