বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে নূর আলম টেলু (৫৩) নামে এক মাদকসেবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নূর আলম টেলু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের বন্দর শাহী মসজিদস্থ দত্তবাড়ি এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে। মঙ্গলবার (১৪মে) সকালে ফতুল্লা থানার পাগলা রেলস্টেশন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নূর আলম টেলু ভোরে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাড়ে ৮টার সময় ট্রেনটি পাগলা রেল স্টেশন থেকে ছেড়ে নারায়ণগঞ্জ রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা হয় ওই সময় অসাবধানতাবশতঃ চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার কোমড়ের নিচের অংশ আলাদা হয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তার মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান। তিনি আরো জানান, তার পরিবারকে জানানো হয়েছে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে মৃতদেহ শনাক্ত করেছে।