বন্দর প্রতিনিধি // তীব্র তাপদায়ে জনজীবনে স্বস্তি দিতে সরবত বিতরণ করা হয়েছে। মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধার নির্দেশে ও মোঃ রবিন, সাইদুল খানের তত্বাবধানে এ কার্যক্রম চলে। ২৯ এপ্রিল ( সোমবার) বাদ যোহর হতে সোয়া ৩ টা পর্যন্ত প্রায় ১ হাজার পথচারীদের মাঝে সরবত বিতরন করা হয়। মদনগঞ্জ -মদনপুর সড়কের বাগবাড়ি বাসস্ট্যান্ডে পথচারীদের মাঝে সরবত বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, শিক্ষানুরাগী হুমায়ন কবির মৃধা। এ সময় উপস্থিত ছিলেন তাহের আলী মৃধা, মোঃ রায়হান, কাজী সেলিম, বাবু, সোহাগ মিয়া, মাসুমসহ স্থানীয় লোকজন।
এ বিষয়ে হুমায়ন কবির মৃধাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষের মাঝে আল্লাহ বিরাজমান। মানব সেবা পরম ধর্ম। গত কয়েকদিন যাবত গরমের যে অবস্থা সেখানে সামান্য এ আয়োজন করা হয়েছে। আল্লাহ রহমতে যদি তাপদয়ের অবস্থার পরিবর্তন না হলে কার্যক্রম চলমান থাকবে। এটা কেউ অন্য দিকে নিবেন না, দেশের যেকোন পরিস্থিতিতে সকলকের উচিত যথাসাধ্য চেষ্টা করে পাশে দাড়ানোর। এটা মানব সেবা। মানব সেবাই সবচেয়ে বড় ইবাদত।