জাগো নারায়ণগঞ্জ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারী ও জনতার তীব্র প্রতিরোধের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের সংবাদে আনন্দ মিছিল করেছে আলীরটেক ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবদল।
মঙ্গলবার (৬ আগষ্ট) সকালে ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।
এ সময় মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেয়া হয়।তার মধ্যে উল্লেখযোগ্য স্লোগান ছিল পলাইছেরে পলাইছে শেখ হাসিনা পলাইছে, শেখ হাসিনার ঠিকানা মোদীর বিছানা, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবনা ইত্যাদি।
এ সময় বিভিন্ন বাসা বাড়ি থেকে নারী ও শিশুরা বের হয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান।