ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কম্পানি (ডিপিডিসি) নারায়ণগঞ্জ (পূর্ব) শাখা অফিসে ডাকাতি হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুর এলাকার এই ঘটনা ঘটে।
ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কম্পানি নারায়ণগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. নাঈম হাসান বলেন, রাতে নিরাপত্তাকর্মী ও লাইনম্যানরা দায়িত্বে ছিলেন। গভীর রাতে ১২-১৫ জনের একটি ডাকাত দল দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। তাদেরকে মারধর করে মোবাইল নিয়ে নেয়।
এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলে তিনি জানান, ১০০ মিটার কপার লুপ যার মূল্য এক লাখ ৪০ হাজার টাকা, ৫০ মিটার পুরাতন কপার লুপ যার মূল্য ৩০ হাজার, ২টি ২৫ কেভিএ ট্রান্সফরমার যার মূল্য ৫০ হাজার টাকা ও একটি এলইডি টেলিভিশন যার মূল্য ৪০ হাজার টাকা। এসব মালামাল নিয়ে গেছে ডাকাতরা। একই সঙ্গে ছয়জনের মোবাইল ফোন ও নগদ প্রায় ৬০ হাজার টাকা নিয়ে গেছে তারা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।