ষ্টাফ রিপোর্টার:
১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন এর পধুঘর এলাকায় ৮ নং ওয়ার্ডে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া পরিবারের অন্যতম সদস্য খন্দকার মোঃ মাহমুদুল হাসান আরমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ সাহেবের সুযোগ্য কন্যা সামিয়া ইসলাম নেভিনা,সহ সভাপতি নারায়নগঞ্জ জেলা মহিলাদল সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সরদার ।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিএনপি নেতা মোঃ লিংকন ।
আয়োজন করেন অত্র এলাকার বিএনপি নেতা মোঃ আলী আক্তার ,মোঃ জাহাঙ্গীর ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এডঃ পাভেল খান, এডঃ সালাউদ্দিন মিলন,স্বপন, মোঃ আনিছুর রহমান, সিরাজ, জাহাঙ্গীর মোল্লা,বিজন,বিকাশ, টিটু,মকুল, মিন্টু মোঃ মুরাদ,মোঃ মিলন, বিএনপি নেতা ও তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ।
মোঃ আরমান সাবেক শ্রমিক দল যুগ্ম সাধারন সম্পাদক,নারায়ণগঞ্জ জেলা। এছাড়াও এলাকার গন্যমান্য ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে তিন তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষ দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে হাজার হাজার বিএনপির নেতাকর্মীর ঢল নেমে আসে।
প্রধান অতিথি খন্দকার মোঃ মাহমুদুল হাসান আরমান বলেন,তারেক জিয়ার ৩১ তম দফা বাস্তবায়িত হলে দেশ বিশ্ব দরবারের উচ্চ আসনে অধিষ্ঠিত হবে।গত ৫ আগষ্টের পরাজিত শক্তি আওয়ামী লীগ ও তার দোসররা এখনো ছোবল মারার জন্য উৎপেতে আছে। তাদেরকে সে সুযোগ দেয়া যাবেনা।আওয়ামী লীগ ও তার দোসররা যেভাবে জুলাই-আগষ্ট মাসে গনহত্যা চালিয়েছে তাদের বিচার বাংলার মাটিতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের কেউ বিএনপিতে প্রবেশের সুযোগ দিবেন না। কেউ দিলে তারা অপকর্ম করলে তার দায়ভার তাকে নিতে হবে।