ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে শহরের হোসিয়ারি সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিল শুরু হয়। পরে মিছিলটি বঙ্গবন্ধু সড়ক হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “ফিলিস্তিনের ভাই-বোনদের উপর ইসরায়েল যে নির্মম গণহত্যা চালাচ্ছে, তা সাম্রাজ্যবাদী আমেরিকার ইশারায় হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
তিনি আরও বলেন, “বিশ্ব বিবেক আজ নীরব। আমরা চাই এই বিবেক জেগে উঠুক—ফিলিস্তিনের পক্ষে, ন্যায়ের পক্ষে। এই হত্যাযজ্ঞ বন্ধ না হলে বিশ্ব শান্তি বিনষ্ট হবে এবং এর পরিণতি সারা বিশ্বকেই ভুগতে হবে।”
সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “যখন আমরা ঈদের আনন্দে মেতে উঠছি, তখন ফিলিস্তিনে বোমার আঘাতে শহীদ হচ্ছেন লক্ষ লক্ষ নারী, পুরুষ ও শিশু। এসময় চুপ করে থাকা যায় না।”
তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশে আমরা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন চালিয়ে যাবো। বাংলাদেশের মুসলমানেরা এই অন্যায়ের বিরুদ্ধে কোনো বাধা মানবে না।”
এ সময় আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফহেত মোহাম্মদ রেজা রিপন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম টিটু, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা সহ প্রমুখ।