স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, মুসলিম সবাই আমরা এক, আমরা সবাই এখানে বাংলাদেশি। এখানে পূর্ণ স্নানে এসে আপনারা স্নান করে পরবর্তীতে পুণ্যের সাথে জীবন যাপন করবেন।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দর ব্রহ্মপুত্র নদে হিন্দু তীর্থযাত্রীদের স্নানোৎসব পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন অনেকে মিথ্যা সংবাদ প্রচার করছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবের স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সত্য সংবাদটি প্রচার করুন, যেটা মিথ্যা সংবাদ সেই মিথ্যা সংবাদের মধ্যে প্রকৃত সত্য সংবাদ কোনটি সেটি প্রচার করুন, আপনারাই বলছেন মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, আমাদের কোনো ভুল সমালোচনা থাকলে বলবেন এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।
তিনি স্নানোৎসবে অংশ নেয়া হিন্দু পুন্যার্থীদের উদ্দেশ্যে বলেন, লগ্ন শুরু হওয়ার সময় থেকে শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা ভালো করে স্নান করে নেবেন। আপনাদের নিরাপত্তায় পুলিশ সেনাবাহিনী, র্যাব, কোস্টগার্ড, আনসার ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য উপস্থিত রয়েছে। ছাড়া এবার অন্যান্য বছরের চেয়েও এবার সংখ্যা বেশি দেখা যাচ্ছে। পানিও আগের তুলনায় পরিষ্কার রয়েছে।
এ সময় আর উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, নারায়গঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ অনেকে।