নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকালে উপজেলার গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিকের সভা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাবরিনা হক।
গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিকের সহ-সভাপতি মোহাম্মদ আনিছুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিকের সহ-সভাপতি মোঃ মোস্তফা হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।
এসময় আরোও উপস্থিত ছিলেন,সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি ও কমিউনিটি ক্লিনিক এর চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।