এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ পৌর বিএনপি’র সভাপতি ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম সোহান, এডভোকেট রেজুয়ান উল্লাহ ও হাবিবুর রহমান কালু, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, যুগ্ম আহবায়ক ইখলাছুর রহমান লিটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু হারিছ বাচ্চু, পৌর যুবদলের আহ্বায়ক আমিরুল তানজিল মিস্টার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইফতেখারুজ্জামান সেলিম, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ্দুননবি ফজু, তাতিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকন প্রমুখ। এসময় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিএনপি এবং সহযোগি সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।