রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের মেলান্দহে দুরমুট এলাকায় চাঞ্চল্যকর সেনাসদস্যের স্ত্রী শাহিনা আক্তারকে ধর্ষণসহ হত্যা মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন পলাতক
আসামি রাসেল খানকে (২৭) ১ মাস ২৮ দিন পর গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল৷
শুক্রবার (৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্প।গ্রেপ্তারকৃত রাসেল খান (২৭) উপজেলার সুলতানখালী গ্রামের বাবুল খানের ছেলে। নিহত গৃহবধূ শাহিনার স্বামী সেনা সদস্য আব্দুস ছালাম চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। তাঁর দুই সন্তান বাইরে থেকে পড়ালেখা করায় শাহিনা বেগম বাড়িতে একাই থাকতেন।
জানা গেছে,’মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের সুলতানখালী এলাকার সেনা সদস্য আব্দুল সালামের স্ত্রী শাহিদা আক্তার। নিহত শাহিদা আক্তার তিনি একাই বসবাস করতেন। গত ১১ সেপ্টেম্বর সকালে নিজ ঘরে শাহিনা আক্তারকে হাত-পা বেধে মুখে কাপড় সহ নগ্ন অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা দস্যুতা করার উদ্দেশ্যে ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা থেকে ১১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার মধ্যে যেকোন সময় শাহিনা আক্তারের বসত ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ ও হত্যা করে নগদ টাকা ও গয়নাসহ আট লাখ ৮০ হাজার টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর দিন নিহতের ভাই মুঞ্জুরুল ইসলাম মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় ছায়া তদন্তে ও গোয়েন্দা নজরদারির মধ্যে ঘটনার ১ মাস ২৮ দিন পর গত রাতে সদর থানার পলাশীগর থেকে সন্দেহভাজন হিসেবে রাসেল খানকে আটক করে৷জামালপুরে র্যাব-১৪ সিপিসি-২ এর সহকারী পুলিশ সুপার মো: আব্দুল হাই চৌধুরী জানান,’মেলান্দহ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া তাঁদের অভিযান অব্যাহত রয়েছে।