ষ্টাফ রিপোর্টার:
রাজধানীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে নারায়ণগঞ্জ জেলা তাঁতী দল ও ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের নেতৃত্বে নারায়ণগঞ্জ ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন নেন। শুক্রবার ৮ অক্টোবর দুপুরে রাজধানীর নয়াপল্টনে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে সভাস্থলে যোগদান করেন সিদ্দিকুর রহমান উজ্জল।
গতকাল বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় কর্মসূচি আয়োজন এক দিন পরে করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের ১৭ বছর পর পরবর্তিত প্রেক্ষাপটে এ র্যালির মাধ্যমে দলটি জানান দিচ্ছে নিজেদের শক্তিমত্তা। আর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র্যালী উপলক্ষে ঢাকার আশপাশের জেলা থেকেও নেতাকর্মীর ঢল নামে।
র্যালি সফল করতে নেতাকর্মীদের সর্বোচ্চ ভূমিকা রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা তাঁতী দল ও ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের নেতৃত্বে ঢাকার র্যালীতে আরও উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি মাখলেকুল মান্নান পায়েল,ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট,৬নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শরিফ মাহমুদ,ফতুল্লা ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম,ফতুল্লা থানা জিয়া মঞ্চের সদস্য সচিব রিপন,বিশিষ্ট ব্যাবসায়ী শফিক,বিএনপি নেতা আব্দুল জলিল,মহিউদ্দিন,হান্নান,আক্তার, শফিক,সেলিম,স্বপন,মামুন,আমির,যুবদল নেতা সৌরভ,আকাশ,জাকির,উৎসব,হাফিজুল,কাউসার,জামালসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।