জাগো নারায়ণগঞ্জ
ফতুল্লা রামারবাগের যুবলীগ নেতা আজমতের ক্যাডার ও কিশোর গ্যাং নেতা হৃদয় ভুল পাল্টে সক্রিয় হতে শুরু করেছে।
বিগত দিনে অয়ন ওসমান ও আজমতের সাথে সখ্যতা রেখে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে হৃদয়ের বিরুদ্ধে।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে জালকুড়িতে অয়ন ওসমানের ক্যাডার হিসেবে হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ওই অভিযানে অস্ত্রধারী ক্যাডার হিসেবে আলোড়ন সৃষ্টি করেছে এই হৃদয়। আওয়ামী দোসর হৃদয়কে গ্রেফতার করা দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামীলীগ সরকারের সময়ে রামারবাগ এলাকায় বিশাল কিশোর গ্যাং গড়ে তুলে হৃদয়। এই বাহিনী নিয়ে আশেপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন।
তার নেতৃত্বে কিশোর অপরাধীদের বিশাল বাহিনী থাকায় কেউ কিছু বলতে সাহস করতেন না।স্থানীয় যুবলীগ যুবলীগ নেতা আজমত আলীর ঘনিষ্ঠ হওয়ায় স্থানীয়রা হৃদয়কে সমীহ করে চলতেন।
এছাড়াও সখ্যতা গড়ে তোলে শামীম ওসমানের পুত্র অয়নওসমানের সঙ্গেও। যে কারণে এলাকায় দাপট দেখাতেন বেশ। প্রায় সময় কিশোর অপরাধীদের সংগঠিত করে এলাকায় মহড়া দিতেন। আওয়ামী লীগের সভা, সমাবেশে ও কিশোর অপরাধীতে সংঘটিত করে অংশ নিতেন।
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় জালকুড়ি এলাকায় অয়ন ওসমানের নেতৃত্বে হামলায় অংশ নিয়েছিলেন এমন অভিযোগ স্থানীয়দের।
ওই সময় অস্ত্র হাতে নিরীহ মানুষের উপর গুলি করার অভিযোগ রয়েছে হৃদয়ের বিরুদ্ধে।
৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর হৃদয় নতুন করে তৎপর হতে শুরু করেছে। তবে এবার আওয়ামী লীগের ব্যানারে নয়, বিএনপির সঙ্গে সখ্যতা গড়ার চেষ্টা করছেন।রামারবাগের শীর্ষ কিশোর অপরাধী হৃদয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় সচেতন মহল।
সুত্র- সংবাদ চর্চা