ষ্টাফ রিপোর্টার:
২৯ নভেম্বর বক্তাবলী শহীদ দিবস উপলক্ষে এবি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন নানান কর্মসূচি গ্রহণ করেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সংগঠনের সভাপতি আব্দুল মজিদ প্রান্তিকের নেতৃত্বে কানাইনগর স্মৃতি স্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন এবি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সুমনসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
আব্দুল মজিদ প্রান্তিক বলেন, ৭১ সালে পাক হানাদার বাহিনী নির্বিচারে বক্তাবলী পরগনার ১৩৯ জন মানুষকে অগ্নিসংযোগ, গুলি ও বেনটের খোঁচা দিয়ে হত্যা করে।
প্রতিবছর দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা হলেও সরকার এখনো ১৩৯ জন শহীদকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেনি।
তাই আমি অন্তবর্তী কালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, যেন ১৩৯ জন শহীদ কে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
৭১ সালের ১৩৯ জন শহীদ পরিবারের প্রতি আমি সহানুভূতি জ্ঞাপন করছি। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ করি আল্লাহ যেন ১৩৯ জন শহীদকে তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।