প্রেস বিজ্ঞপ্তি:
সোনারগাঁরেয় পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে শাহজাহান (৩১) নামী যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত ও রগ কেটে হত্যা মামলার প্রধান আসামী মো.ইমরানকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার ( ৪ ডিসেম্বর ) সদর থানাধীন খানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ইমরান সোনারগাঁয়ের মঙ্গলেরগাঁও ছোট কুরবানপুর এলাকার মো.হাসুর ছেলে।
র্যাব-১ স্কোয়াড কমান্ডার মো.সামসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,ভিকটিম শাহজাহানের সাথে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল। উক্ত বিরোধের কারনে আসামীরা বিভিন্ন সময় শাহাজানকে খুন-জখমের হুমকি দিয়া আসছিল। এরই ধারাবাহিকতায় গ্রেফতারকৃত প্রধান আসামী ইমরান সহ আরো অন্যান্য আসামীগণ রামদা, চাকু, ছুরি, চাপাতি, লাঠি সোঠা ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গত ২৮ নভেম্বর বিকাল পৌনে ৫টায় সোনারগাঁও থানাধীন কুরবানপুর মাতলাপাড়া কবর স্থান সংলগ্ন বালুর মাঠে শাহজাহানকে একা পেয়ে আসামীরা তাকে এলোপাথারীভাবে ছুরিকাঘাত ও বাম হাতের কব্জির রগ কেটে গুরুতর রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় শাহজাহান মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন এগিয়ে এসে শাহজাহানকে উদ্ধার করে তাকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যায়। পরবর্তীতে ভিকটিমের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। অতঃপর উন্নত চিকিৎসার জন্য গত ১লা ডিসেম্বর ঢাকার শ্যামলীস্থ প্রাইম জেনারেল হাসপাতালে নিয়া ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২রা ডিসেম্বর বিকাল ০৪.৩৬ ঘটিকার সময় ভিকটিম শাহাজান মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে ভিকটিমের পিতা মোঃ আল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মামলা নং-০৪, তারিখ-০৩/১২/২০২৪ ইং, ধারা-৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০ দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।