ষ্টাফ রির্পোটার:
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেছেন, ভবিষ্যত প্রজন্মের জন্য মাদক,সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত সমাজব্যবস্থা গড়ে তোলে যেতে হবে।
কুতুবাইল বাসী কুতুবাইল,সস্তাপুরবাসী সস্তাপুর দেখলে সন্ত্রাস,চাঁদাবাজি থাকবেনা। আমরা আশ্রয় – প্রশ্রয় না দিলে তারা অপরাধ করতে পারবেনা। মুখে বলি এক কাজ করি আরেক। কুতুবাইল নারায়নগঞ্জে মডেল হয়ে থাকবে। আপনারা আমার প্রশংসা নয় সমালোচনা করবেন এতে আমার ভূল সংশোধন করতে পারবো। জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।
কুতুবাইল শতদল সমাজকল্যান সংঘ আয়োজিত মতবিনিময় ও পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কুতুবাইল ব্যাংকের মোড়ে কুতুবাইল শতদল সমাজকল্যাণ সংঘ কার্যালয়ে এড. আব্দুল মজিদ খন্দকারের সভাপতিত্বে মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ সমাজসেবক মোঃ গোলজার হোসেন, আব্দুল আউয়াল,হাজ্বী মোঃ আব্দুল মোনায়েম,এনামুল হক,ফরিদ আহম্মেদ, ইউনুছ সফি আলম,নবী হোসেন,নুর ইসলাম,জয়নাল আবেদীন,ইউসুফ আলী প্রমুখ।