নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা যুবদল নেতা রুবেল হোসেনের উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে পাঁচ শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন ফতুল্লা থানা যুবদল।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার শিবুমার্কেট এলাকায় ফতুল্লা থানা যুবদল নেতা রুবেল হোসেনের আয়োজনে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
ফতুল্লা থানা যুবদল নেতা রুবেল হোসেনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে ফতুল্লা থানা যুবদল ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপুর সভাপতির সদস্য সচিব সালাউদ্দিন রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
যারা জাতীয়তাবাদী দল বিএনপি’র নাম ভেঙে সন্ত্রাসী, চাঁদাবাজি ভূমিদস্যুতা করবে তাদেরকে কোন ভাবে ছাড় দেয়া হবে না। বিশেষ করে যুবদলের নাম ব্যবহার করে যারাই দলের নির্দেশ অমান্য করে অপরাধ কর্মকান্ডে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের নেতা তারেক রহমান তিনি কঠোর হুশিয়ারী দিয়েছেন দলের নাম ভেঙে যারা সন্ত্রাসী চাঁদাবাজি করবে তাদেরকে ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহবান করেন। আমরা আমাদের নেতা তারেক রহমানের আদেশ নির্দেশ পালন করে চলার চেষ্টা করবো। শনিবার সকালে প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান রনি এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক সব সময় আমাদের অসহায় খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে দাড়াতে হবে। জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হবে এমন কোন কাজ করতে কাউকে দেয়া হবে না। আমি আসা করছি প্রতি এলাকায় যেন যুবদলের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়ায়।