ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার আদর্শ চাষাড়ায় অবস্থিত আতিফ ইন্টারন্যাশনাল স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরন করা হয়েছে। বুধবার ৮ জানুয়ারী সকালে স্কুল প্রাঙ্গনে আতিফ ইন্টারন্যাশনাল স্কুল কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মো.সিদ্দিকুর রহমান উজ্জ্বল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদেরকে বলেন, আজ তোমাদের মাঝে ১ম ধাপে বই বিতরন করা হলো। তোমরা প্রতিটি বাবা-মায়ের জন্য স্বপ্ন এবং ভবিষ্যত। তোমরা সুন্দরভাবে পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে এটাই তোমাদের কাছে আমাদের সকলের চাওয়া। পড়ালেখা পাশাপাশি নিজেকে খেলাধুলায় মনোনিবেশ করবে তাহলে কোন খারাপ কাজে মন বসবেনা। আমি তোমাদের অভিভাবকদেরকে বলবো, আপনারা নিয়মিতভাবে সন্তানকে স্কুলে নিয়ে আসবেন। স্কুলের পাশাপাশি বাড়িতেও যেন ওরা মনোযোগসহ লেখাপড়া করে সেদিকে খেয়াল রাখবেন। মনে রাখবেন আপনার এ ছোট্র শিশু সন্তানটি কিন্তু আগামীতে বাংলাদেশের পাশাপাশি বিশ^কেও জয় করতে পারবে।