নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। নতুন ডিসি হিসেবে আসছেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি এর আগে রাজবাড়ীর ডিসি হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অর্থ বিভাগের উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়ি, রাজবাড়ীর ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারকে রাজবাড়ীর ডিসি করা হয়েছে।