নারায়ণগঞ্জ শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  সর্বশেষঃ
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের
শেরপুরের শ্রীবরদীতে ইউপি সদস্যের নেতৃত্বে হামলা ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বন্দরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ৫
জামালপুরে মাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার
ইসলামপুরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে শিক্ষক বহিষ্কার  
ইউনূস সরকারের কি দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সম্ভব? যা বলছেন বিশ্লেষকরা
দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো পরিবর্তন হয় নাই -মুফতি মাসুম বিল্লাহ
বন্দরে ওসমান দোসরা পূর্বের অবস্থানে…
প্রধান উপদেষ্টাকে চিঠি বিএনপির, কী পরামর্শ দেওয়া আছে এতে?
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন
তালতলীতে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
শিমরাইলের সেই সাজেদা হাসপাতাল এখন জাহিদগংদের দেহ ব্যবসার আবাসিক হোটেল!
রশিদ আহম্মেদ চেয়ারম্যানকে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবর্ধনা প্রদান
জাকির খানকে মেয়র পদে দেখতে চান কুয়েত প্রবাসী বক্তাবলীর খলিলুর রহমান
বাপ-বেটার নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের পুরো এলাকা
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না: মির্জা ফখরুল
শিল্পপতি সিদ্দিকুরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা-ভাংচুর-লুটপাট!
চাড়ারগোপ বাইতুল সালাত জামে মসজিদের সভাপতি হানিফ সরদার-সম্পাদক ফারুক
নারায়নগঞ্জ জেলা কৃষক দলের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ৩ দিনব্যাপি ঐতিহ্যবাহী বউ মেলা 
সোনারগাঁয়ে কুখ্যাত ডাকাত পিয়ালসহ দুই সহযোগী গ্রেফতার
আমতলীতে ব্র্যাক পল্লী নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্ধোধন
বিএনপিকে নিয়ে এখন কী ভাবছে ভারত ?
জামায়াতের নিবন্ধন আটকে থাকার দুই কারণ
হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মুছা-মনিরের দম্ভোক্তি, থানা-পুলিশকে টাকা দিয়ে জুয়ার বোর্ড চালাই!
বাংলা নববর্ষ উপলক্ষে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা
সিদ্ধিরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে কিশোরগ্যাংয়ের হামলা, আহত-৪
সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন
আমতলীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পয়লা বৈশাখ পালিত
Next
Prev
প্রচ্ছদ
গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে ‘আমলাতন্ত্রে’

গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে ‘আমলাতন্ত্রে’

প্রকাশিতঃ

জনপ্রশাসন, আইনশৃঙ্খলাসহ সব খাতের খোলনলচে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে এই  সরকার দায়িত্ব নেওয়ার সাড়ে পাঁচ মাস পরও সরকারি অনেক কাজ যেন চলছেকচ্ছপের পিঠে চেপে ডিসির পদায়ন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার, বিনামূল্যের পাঠ্যবই বিতরণ, মন্ত্রণালয় বিভাগের প্রয়োজনীয় সরঞ্জাম কেনাকাটা, পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে আমলাতান্ত্রিক গ্যাঁড়াকলে। খোদ সরকারের উপদেষ্টারাই বলছেন, সরকারের যে গতিতে কাজ করার কথা, সেভাবে করতে পারছে না আমলাদের অসহযোগিতার কারণে।

এদিকে প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর আরও কৌশলী আমলারা। অনেকে এই সরকারের আমলে ঝুঁকি নিয়ে কাজ করতে চাইছেন না। কারণ নির্বাচিত সরকার এলে বিপদে পড়ার ভয়ে আছেন তারা। ছাড়া যেসব সচিবের খুব বেশিদিন চাকরি নেই, তারাও নিচ্ছেন না ঝুঁকি। আর যারা চুক্তিভিত্তিক নিয়োগে আছেন, তারা কনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করতে পারছেন না। এতে ছোট কাজেও হচ্ছে ভুল।

বিশ্লেষকরা মনে করেন, রাতের ভোটের কারিগর সুবিধাভোগী কর্মকর্তারা এখনও বড় বড় পদে বহাল। ছাড়া প্রশাসনের অনেক যোগ্য লোক আওয়ামী লীগ আমলে ছিলেন বঞ্চিত, এখনও তাদের ভাগ্য ফেরেনি। তারা কৌশলে প্রশাসনকে গতিহীন করে রেখেছেন। উপদেষ্টা আমলাদের মধ্যে সমন্বয় না থাকার বিষয়টিও পরিষ্কার।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক উপদেষ্টা সমকালকে বলেন, সরকার গত সাড়ে পাঁচ মাসে আমলাতান্ত্রিক নানা জটিলতায় প্রায় ৭০ শতাংশ কাজ করতে পারেনি। নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত কয়েকটি সাপ্তাহিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টারা। কয়েকটি গুরুত্বপূর্ণ নথি দীর্ঘদিন নিষ্পত্তি না হওয়ায় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার ওপর ক্ষোভও ঝাড়েন কেউ কেউ।

সম্প্রতি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের সংলাপ অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আমলাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

ডিসি পদায়ন কতদূর
মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি জেলা প্রশাসক (ডিসি) অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই ডিসি পদায়নে লেজেগোবরে পরিস্থিতি দেখা যায়। নজিরবিহীন হট্টগোল, বিক্ষোভ, অস্থিরতার মুখে চার মাস পর ফের ডিসি পদায়নের উদ্যোগ নেওয়া হয়। গত ১১ জানুয়ারি থেকে ডিসি ফিটলিস্টের (তালিকা) জন্য শুরু হয় সাক্ষাৎকার। এক দিন পরপর এই সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় এক দিন সাক্ষাৎকার নিয়েই তা বন্ধ করে দেয়। ডিসি পদায়নের কাজ থেমে যাওয়ায় মাঠ প্রশাসনে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। কারণ বর্তমান ডিসিরা ভাবছেন, নতুন তালিকা হলে তাদের প্রত্যাহার করা হবে।

যশোরের ডিসি আজাহারুল ইসলাম বলেন, সাধারণত একজন ডিসিকে তিন বছরের জন্য একটি জেলায় পদায়ন করা হয়। জন্য কাজের শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগে তিন বছরের কাজের পরিকল্পনা পাঠাতে হয়। তবে কম সময়ের মধ্যে বদলি করা হলে সেই পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সমস্যা হয়।

মামলা প্রত্যাহারে গড়িমসি
আওয়ামী লীগ আমলে রাজনৈতিক সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য গত ২২ সেপ্টেম্বর জেলা মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করে সরকার। গত সাড়ে ১৫ বছরে বিএনপিজামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী দমনে কয়েক লাখ মামলা হয়েছিল। গেল চার মাসে ৬৪ জেলা থেকে মাত্র চারটি মামলার তথ্য পেয়েছে আইন মন্ত্রণালয়। মামলা প্রত্যাহারের বিষয়ে জেলা কমিটির সভাপতি ছিলেন ডিসিরা। কাজেও তারা ধীরে চলছেন।

ব্যাপারে নোয়াখালীর ডিসি খন্দকার ইসতেয়াক আহমেদ সমকালকে বলেন, মামলার তথ্য এখনও মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। কারণ নোয়াখালীতে মামলা অনেক বেশি। তাই এসব মামলা খতিয়ে দেখা হচ্ছে।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সমকালকে বলেন, হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য দুটি কমিটি গঠন করা হয়েছিল। জেলা পর্যায়ের কমিটি কাজ করেনি। ফলে লাখ লাখ মামলার মধ্যে মাত্র চারটি মামলা প্রত্যাহারের তালিকা এসেছে।

বিনামূল্যের বইয়ের অপেক্ষা
রাজনৈতিক পালাবদলের পাশাপাশি সংশ্লিষ্টদের নানা অনিয়ম গাফিলতির কারণে এবার বছরের শুরুতে বিনামূল্যের পাঠ্যবই পায়নি বেশির ভাগ শিক্ষার্থী। ফলে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ কপি ডাউনলোডের পর সেগুলো ফটোকপি করেই চলছে পাঠ কার্যক্রম। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, শিক্ষার্থীরা সব পাঠ্যবই আগামী ফেব্রুয়ারির মধ্যেই হাতে পাবে।

বঞ্চনা শেষ হচ্ছে না বঞ্চিতদের  
আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের প্রস্তাব গত ২৪ ডিসেম্বর অনুমোদন দেয় সরকার। তা এখনও বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগ আমলে যেসব কর্মকর্তা সচিব হতে পারেননি, কিন্তু চাকরি করেছেন তাদের বঞ্চিত তালিকায় রাখা হয়নি। এসব কর্মকর্তা বাড়তি সুবিধা নেওয়ার জন্য নানাভাবে তদবির করছেন। জন্য বঞ্চিত কর্মকর্তাদের প্রজ্ঞাপন জারি করতে পারছে না সরকার।

সচিবালয় প্রবেশে নীতিমালা সংশোধনও আটকা
গত ২৭ ডিসেম্বর সচিবালয়ে প্রবেশের অস্থায়ী সব পাস বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  জন্য গণমাধ্যম বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিরা সচিবালয়ে প্রবেশে সমস্যায় পড়েছেন। এর মধ্যেই সচিবালয় প্রবেশ নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় সরকার। তবে জরুরি এই সংশোধনী কাজও আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অর্থ) আতাউর রহমান সমকালকে বলেন, নীতিমালা সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে আছে। অনুমোদন হলে মন্ত্রণালয়ে ওয়েবসাইটে দেওয়া হবে।

জরুরি কেনাকাটায় দেরি
প্রধান উপদেষ্টার কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের জরুরি প্রয়োজনীয় যন্ত্রপাতি, আসবাব কেনাকাটাতেও হচ্ছে দেরি। গত আগস্ট ছাত্রজনতার আন্দোলেন ভাঙচুর হয়েছিল এই কার্যালয়ে। অথচ এখনও বেশির ভাগ কম্পিউটার কেনা হয়নি। ফলে ব্যাহত হচ্ছে কাজ।

ছাড়া গণভবনেজুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরপ্রতিষ্ঠার জন্য ২৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। তবে এই জাদুঘর তৈরির ঘোষণা আসে সেপ্টেম্বরে। বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিক কাজ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নের কথা থাকলেও তা এখনও শুরুই হয়নি। গুরুত্বপূর্ণ অনেক আইন সংশোধনের উদ্যোগও নানা কারণে আটকে আছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়েও ভজকট
মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তা বলেন, গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ সরকার মন্ত্রিপরিষদ সচিবের চেয়ে মুখ্য সচিবকে বেশি ক্ষমতা প্রয়োগের সুযোগ দিয়েছে। ফলে গুরুত্বপূর্ণ বেশির ভাগ কাজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়ন হতো। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সচিবরা অবসরে গিয়ে সংসদ সদস্যসহ অনেক সুবিধাও পেয়েছেন। আগস্টের পরও মন্ত্রিপরিষদ সচিব প্রশাসনের এক নম্বর পদ হলেও দায়িত্বে থাকা কর্মকর্তাদের কোনো সমস্যা হয়নি। তবে নানা কারণে সাবেক মুখ্য সচিবদের কারাগারেও যেতে হয়েছে। অন্তর্বর্তী সরকার তার কার্যালয়ে মুখ্য সচিব নিয়োগ করেছেন দায়িত্ব নেওয়ার প্রায় চার মাস পর। প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্নার কাজেও দৃশ্যমান গতি নেই। আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের নিয়ম ভেঙে গতি নিয়ে আসতে পারেননি মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

প্রধান উপদেষ্টা কার্যালয়ের সাচিবিক কাজ করার জন্য চারটি মহাপরিচালক (ডিজি) ১৫টি পরিচালকের পদ রয়েছে। এর অধিকাংশ পদই ফাঁকা। ডিজির চার পদের মধ্যে কর্মরত আছেন দুজন। পরিচালকের ১৫ পদে কর্মরত আছেন কর্মকর্তা। জনবল সংকটের কারণে অন্তর্বর্তী সরকার গঠনের পর মন্ত্রণালয় বিভাগগুলোকে নিয়মিত তদারকি করা হচ্ছে না।

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া সমকালকে বলেন, শূন্যপদ পূরণ হয়ে যাবে। তবে সব সরকার এক নিয়মে চলে না। তার পরও নিয়োগ প্রক্রিয়া চলমান। কেউ যাচ্ছেন, কেউ আসছেন। যারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী, ঠিকমতো কাজ করছেন না তারা কেউ থাকতে পারবেন না। এরই মধ্যে মূল ব্যক্তিদের সরানো হয়েছে। পর্যায়ক্রমে সবাই চলে যাবে।

অকূল পাথারে জনপ্রশাসন মন্ত্রণালয়
গত আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় কঠিন সময় পার করছে। মন্ত্রণালয়ে নিয়মিত কোনো উপদেষ্টা নেই। বর্তমানে সংস্কৃতি, পার্বত্য চট্টগ্রাম, মৎস্য প্রাণী, বাণিজ্য মন্ত্রণালয়, সেতু বিভাগ, জাতীয় সংসদ সচিবালয় এবং পরিকল্পনা কমিশনসহ ৯টি মন্ত্রণালয় বিভাগে সচিব নেই। আটকে আছে ডিসি ফিটলিস্টের কার্যক্রম। প্রশাসনের শীর্ষ অনেক পদ শূন্য। কিছু পদে নিয়োগ দেওয়ার পরও বাতিল করা হয়েছে। এর মধ্যেই আবার জনপ্রশাসন জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান গত ২২ জানুয়ারি ব্যক্তিগত ভ্রমণে গেছেন পর্তুগাল।

সাবেক সচিব কে এম আবদুল আউয়াল মজুমদার সমকালকে বলেন, সরকার দক্ষ সাহসী লোক নিয়ে প্রশাসন সাজাতে পারেনি। প্রশাসনে অনেকে আছেন, যারা আগেও বঞ্চিত ছিলেন, এখনও কপালপোড়া। এসব কারণে সরকার ভালো সহযোগিতা পাচ্ছে না, সমন্বয় হচ্ছে না। জন্য দুপক্ষই দায়ী। তিনি বলেন, সরকার ঠিক থাকলে কেউ কাজে ফাঁকি দিতে পারবে না।

সুবিধাভোগীরা এখনও বহাল
প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজিপরিচালকরা সব মন্ত্রণালয় বিভাগের কার্যক্রম তদারকি করেন। ছাড়া তারা রাষ্ট্রের জরুরি কাজে রাখেন বড় ভূমিকা। আওয়ামী লীগ আমলে যারা এসব পদে ছিলেন, তাদের নামে অনিয়মের বিস্তর অভিযোগ ছিল। শেখ হাসিনার আস্থাভাজন অনেকেই এখনও বহাল। ফলে দেশের গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত তাদের মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের কাছে চলে যাচ্ছে বলে চাউর আছে।

ছাড়া আওয়ামী লীগ আমলের নানা অনিয়মের বিষয়ে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিলেও নির্বাচনে জালিয়াতিতে জড়িতরা এখনও শাস্তির আওতায় আসেননি। উল্টো তারা প্রশাসনে থেকে সমস্যা তৈরি করছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক কে এম ফজলুর রহমান, মীর তায়েফা সিদ্দিকা মোহাম্মদ ফিজনুর রহমান এখনও আগের পদে বহাল আছেন। আরেক পরিচালক রাশেদুল ইসলামকে গত নভেম্বর স্থল বন্দর কর্তৃপক্ষে বদলি করা হলেও এখনও তিনি পদে ছাড়েননি।  গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল লতিফ  নির্বাহী সেলের পরিচালক এইচ এম জামেরি হাসানও স্বপদে বহাল আছেন। ডা. মোহাম্মদ মহিবুল হাসান স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা হয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রশাসনিক কাজ করছেন। তাদের সঙ্গে কাজ করা শাখার অধিকাংশ কর্মকর্তাকেও এখনও বদলি করা হয়নি।

এদিক গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের স্ত্রী শেফালী বেগম এখনও পরিকল্পনা কমিশনে কাজ করে যাচ্ছেন। তিনি নিয়মিত অফিস করে যাচ্ছেন। অথচ তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে নানা সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে।

ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেন, নিয়োগবদলির বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মতি প্রয়োজন। আমরা সে রকম কোনো নির্দেশনা পাইনি।

সমকাল

এ সম্পর্কিত আরো খবর

উপদেষ্টা মন্ডলীঃ

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!