ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার ইসদাইরে মরহুম ফারুক স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩১ জানুয়ারী বিকেলে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
মো.সাব্বির সাউথ ও মো.দূর্জয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তাতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি সহ সভাপতি মাখলেকুল মান্নান পায়েল, ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট, ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি শরিফ মাহমুদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা তাতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন,৫ আগষ্টের আগ পর্যন্ত অন্যায় দিয়ে দেশ শাসন করেছিলো খুনি হাসিনা। আর এর ধারাবাহিকতায় শামীম ওসমান নামে একজন গডফাদার ছিলো যা সকলেই জানেন। সে অত্র অঞ্চলের মানুষকে কিভাবে দুর্বিষহ করে তুলেছিলেন সে সর্ম্পকে সবাই অবগত। আলহামদুলিল্লাহ দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পর জুলাই আগষ্টে বিপ্লবী জনতা ও মেহনতি মানুষের সম্মিলিত বিপ্লবের মাধ্যমে দেশে একটি গনঅভ্যুথান হয়েছে। এরপর থেকে দেশের মানুষ সকলেই সুখে-দু:খে একত্রিতভাবে বসবাস করছি। কিন্তু হাসিনা ও শামীম ওসমানরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও ওদের প্রেতাত্মারা এখনও দেশে এখনও ঘাপটি মেরে রয়েছে। ওদেরকে চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।
তিনি আরও বলেন,আজকে যারা যুবক তারা আগামীতে বড় হবেন। খেলাধুলা ও লেখাপড়া যারা করবে তারা অবশ্যই আগামীর দিনগুলো ভালভাবে কাটাতে পারবে। কারন খেলাধুলা প্রতিটি মানুষকে বিভিন্ন অপরাধ থেকে দুরে রাখতে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে। তাই আমি বলবো যারা আজকের এ খেলার আয়োজন করবে তারা এর ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবদুস সালাম,ফতুল্লা ইউনিয়ন যুবদলের ১নং কার্যকরী সদস্য মোমিন ইসলাম,বিএনপি নেতা,শফিকুর রহমান শফিক,আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী চান মিয়া,শুক্কুর,আমির,মামুন, স্বপন,উৎসব ও হাফিজুল সহ ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এবং ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ।
উক্ত টুর্নামেন্টের আয়োজনে ছিলেন সুগন্ধা সুপার কিংস এর পক্ষে জসিম,সাকিব,আররা,রিয়ান।