ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী তাতীদল ফতুল্লা থানা কমিটির সাধারন সম্পাদক মো.হোসেন।
গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় জাতীয়তাবাদী তাতীদল ফতুল্লা থানা কমিটির সাধারন সম্পাদক মো.হোসেন বলেন,জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, নতুন কমিটির নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের রাজনীতি আরো বেগবান হবে সেই আশা ব্যক্ত করেন। তিনি বলেন, অধ্যাপক মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক পদে দায়িত্ব অর্পণ করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসছে জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে অধ্যাপক মামুন ভাইকে জনগণের বিপুল ভোটে নির্বাচিত করে এ আসন আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে উপহার দিবো ইনশাআল্লাহ। সামনের দিনগুলোতে অধ্যাপক মামুন মাহমুদ ভাইয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা থেকে আমরা কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।