জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় রাজপথে লড়াকু সৈনিক, কর্মীবান্ধব নেতা মাসুকুল ইসলাম রাজীবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট জিয়াউল আহমেদ ভূঁইয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল ফতুল্লা থানা শাখার আহবায়ক এবং সহকারী পাবলিক প্রসিকিউটর যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালত ও ৪ নং বিশেষ ট্রাইব্যুনাল জজ কোর্ট নারায়ণগঞ্জ এড জিয়াউল আহমেদ ভূইয়া এক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যোগ্য ব্যক্তি হিসেবে নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম সুতিকাগার, কর্মীবান্ধব নেতা মাসুকুল ইসলাম রাজীব ভাইকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
এড জিয়াউল আহমেদ ভূইয়া বলেন, আমি যখন সরকারী তোলারাম কলেজে পড়াশোনা করি তখন রাজীব ভাই আমাদের ভিপি ছিলেন। আদর,স্নেহ ভালোবাসা দিয়ে রাখতেন এবং সব সময় পড়ালেখায় মনোযোগ দেওয়ার নির্দেশ দিতেন।
তার অনুপ্রেরণামূলক পরামর্শে আজ আমি এডভোকেট হতে পেরেছি।
আগামীতে পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় মাসুকুল ইসলাম রাজীব ভাইয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে সফল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি রাজিব ভাইকে নির্বাচিত করায়।