ষ্টাফ রির্পোটার
আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়ে নাশকতা মামলার প্রায় ৬ বছর কারাবাস করার পর মুক্তি পেলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাত ৮ টায় নারায়নগঞ্জ জেলা কারাগার হতে মুক্তিপান।এ সময় জেলা কারাগারের সামনে, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবি দলের অর্ধ শতাধিক নেতাকর্মী ও স্বজনরা ভীড় করেন।
কারাফট হতে বেড়িয়ে মুক্তি পাওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সাইফুল ইসলাম গনমাধ্যম কর্মীদের বলেন,ছাত্র – জনতার আন্দোলনে বাধ্য হয়ে শেখ হাসিনা পালিয়ে যান।আমার পরিবার বিএনপি করার কারনে মিথ্যা নাশকতা মামলা দিয়ে জেল হাজতে রাখা হয়। ৬ পর আজ মুক্তি পেলাম।রাষ্ট্র নায়ক তারেক রহমান আগামীতে সরকার গঠন করে পতিত আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।যারা আন্দোলনে নিহত ও আহত হয়েছে তাদের রুহের মাগফেরাত ও সুস্থতা কামনা করি।
নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবি দলের সদস্য সচিব নাসিরউদ্দিন জাহান সাগর বলেন,দীর্ঘ ছয় বছর আগে বাংলাদেশে যখন হাসিনা বিরোধী স্বেচ্ছাসেবক দল ফতুলা থানা নেতা সাইফুল ইসলাম আন্দোলনে যথেষ্ট ভূমিকা রেখেছেন আমার সাথে।আমি নেতৃত্ব দেই আমার নির্দেশে এবং ফতুলা থানার সাবেক সভাপতি শাহ আলম সাহেবের নির্দেশে থানা স্বেচ্ছাসেবক দল কে মডেল স্বেচ্ছাসেবক দলের পরিণত করেছিলাম।শাহ আলমের হাতকে দুর্বল করার জন্য মিথ্যা মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার করে।
আমাকে ওই মামলায় তিন নম্বর আসামি করে। তৎকালীন আন্দোলন কে দুর্বল করার চেষ্টা করে স্বৈরাচারী শেখ হাসিনা। সত্যের জয় হয়েছে সাইফুলের মুক্তি হয়েছে। সাইফুলের ২ টি মামলায় সহযোগিতা করেছেন শিক্ষক নেতা সেলিম ভূইয়া ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট তৌহিদ আহমেদ।
সাইফুল ইসলাম থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্তিশালী হবে। ইনশাআল্লাহ আমরা আগামী দিন ঐক্যবদ্ধভাবে সাইফুলের মতো নির্যাতিত নেতাকর্মীদের জেলখানা থেকে জামিনে বের করে আনবো।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবি দলের সদস্য সচিব নাসিরউদ্দিন জাহান সাগর, কাইয়ুম মুন্সি,কাশেম মুন্সি, হাফিজুল ইসলাম মানিক,সদর থানা মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন,ছাত্রদল নেতা আলিফ মুন্সি,মোঃ ঝন্টু বিল্লাল হাসান মেহেদী,আলী নুর,আল আমিন প্রমুখ।